জমিনে বিচরণকারী সব সৃষ্টির রিজিকদাতা আল্লাহ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১৫:৪২

মহান আল্লাহ ৬ দিনে জগৎ সৃষ্টি করেছেন। আবার জমিনে বিচরণকারী সব প্রাণীর রিজিকের দায়িত্বও মহান আল্লাহর। এমন কোনো প্রাণী নেই যাকে তিনি রিজিক দেন না। হাফেজে কোরআনদের কণ্ঠে রিজিক বণ্টন ও জগৎ সৃষ্টির বর্ণনায় শুরু হবে নবম তারাবির তেলাওয়াত। আজকের তারাবির শুরুতেই মহান আল্লাহর এ ঘোষণা পড়া হবে-


وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزۡقُهَا وَ یَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَ مُسۡتَوۡدَعَهَا ؕ کُلٌّ فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ



'আর জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই এবং তিনি সেসবের স্থায়ী-অস্থায়ী অবস্থানক্ষেত্র সম্বন্ধে অবহিত; সবকিছুই সুস্পষ্ট কিতাবে আছে।' (সুরা হুদ : আয়াত ৬)


পরের আয়াতেই আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির বর্ণনা এভাবে তুলে ধরেন-


وَ هُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ وَّ کَانَ عَرۡشُهٗ عَلَی الۡمَآءِ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَ لَئِنۡ قُلۡتَ اِنَّکُمۡ مَّبۡعُوۡثُوۡنَ مِنۡۢ بَعۡدِ الۡمَوۡتِ لَیَقُوۡلَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ


'আর তিনিই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, আর তাঁর আরশ ছিল পানির উপর, যাতে তিনি পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে আমলে সর্বোত্তম। আর তুমি যদি বল, মৃত্যুর পর নিশ্চয়ই তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে; তবে কাফেররা অবশ্যই বলবে, এতো শুধুই স্পষ্ট জাদু।'


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us