তৃতীয় দফার আবেদনে জামিন পেলেন হৃদয় মণ্ডল

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১৩:২৮

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় তৃতীয় দফার আবেদনে জামিন পেলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রাম কুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।


রবিবার মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন তাকে জামিন দেন। এর আগে গত ২৩ ও ২৮ এপ্রিল দুই দফায় জামিন আবেদন করলেও বিচারক নাকচ করে দেন।


২০ মার্চ মুন্সীগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ক্লাসে বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে ক্লাসে আলোচনা করার সময় হৃদয় মণ্ডল ধর্মকে ‘বিশ্বাস’ এবং বিজ্ঞানকে ‘প্রমাণভিত্তিক জ্ঞান’ হিসেবে ব্যাখ্যা দেন। এক শিক্ষার্থী গোপনে ওই মন্তব্যের অডিও ধারণ করে। ক্লাস শেষে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ দেয়। প্রধান শিক্ষক কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে শিক্ষক হৃদয় মণ্ডলকে জবাব দিতে বলেন।


২২ মার্চ শিক্ষার্থী ও বহিরাগতরা হৃদয় মণ্ডলের শাস্তির দাবিতে স্কুলে মিছিল বের করে। বিদ্যালয় চত্বরের পাশের রিকাবীবাজার এলাকায়ও মিছিল হয়। মিছিলে বহিরাগতরা উসকানি দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশসহ স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলে তারা স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু সেই আলোচনা ভেস্তে যায়। একপর্যায়ে হৃদয় মণ্ডলকে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে তার নামে মামলা করেন স্কুল সহকারী মো. আসাদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us