সড়ক নিরাপত্তা প্রকল্প: প্রণয়ন ও বাস্তবায়নে জবাবদিহি জরুরি

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১০:০৬

সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অধীনে নানা রকম প্রকল্পের ব্যয়, বাস্তবায়ন প্রক্রিয়া, প্রকল্পের সময় বৃদ্ধি ইত্যাদি নিয়ে প্রায়ই অভিযোগ উঠতে দেখা যায়।


কোনো কোনো ক্ষেত্রে প্রকল্প ব্যয় ও পরিকল্পনা প্রস্তাব যুক্তিসংগতভাবেই গণ্য হয় অস্বাভাবিক হিসেবে। ফের এমন চিত্রই উঠে এসেছে শনিবার সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে চার হাজার ৩১৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিচ্ছে সরকার।


বিস্ময়কর হলো, প্রস্তাবিত এ প্রকল্পে শুধু পরামর্শকের পেছনে ৪৪০ কোটি ও সফটওয়্যার কিনতে ১৮৪ কোটি টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশন প্রস্তাবিত এই ব্যয় প্রস্তাব অস্বাভাবিক বলে প্রকল্পটি ফেরত পাঠিয়েছে। আমরা এ ব্যাপারে পরিকল্পনা কমিশনের অবস্থানকে সাধুবাদ জানাই; একই সঙ্গে এ প্রকল্পের ব্যয় প্রস্তাব কেন এত অস্বাভাবিক হলো, এরও ব্যাখ্যা সংশ্নিষ্টদের দেওয়া জরুরি বলে মনে করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us