গরম পড়তেই ত্বকের নানা সমস্যায় জেরবার কমবেশি সকলে। যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের সমস্যা এই সময়ে আরও বাড়ে। মুখ জুড়ে ব্রণ, র্যাশ বেরিয়ে ত্বকের বারোটা বাজে। তবে শুধু গরমের কারণেই নয়, শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণেও ব্রণ, র্যাশের মতো সমস্যা দেখা দেয়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ব্রণ কমাতে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি জীবনধারাতেও আনতে হবে বদল।
নেটমাধ্যমে নানা ঘরোয়া টোটকা দেখে অনেকেই ব্রণ কমানোর চেষ্টা করেন। অনেক ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ব্রণ কমাতে টুথপেস্ট ব্যবহার করা হয়। ভাল-মন্দ না দেখে আমরাও ত্বকে উপর টুথপেস্ট ব্যবহর করে ফেলি! জানেন কি এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি পারে?১) টুথপেস্টে থাকে অ্যালকোহল, হাইড্রোজেন, পারক্সাইড ও বেকিং সোডা এর মতো উপদান। ব্রণর উপর টুথপেস্ট লাগালে ব্রণ শুকিয়ে যায় বটে, তবে ত্বকও অত্যধিক মাত্রায় শুকনো ও রুক্ষ হয়ে যায়।