৭ এপ্রিল ফিনল্যান্ডের কাস্টমস কর্তৃপক্ষ ৪৩ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার মূল্যের চিত্রকর্ম জব্দ করেছে। ফিনল্যান্ড-রাশিয়া সীমান্তের ভ্যালিমা স্টেশনে এগুলো আটকের ঘটনা ঘটে।
মোট তিন ট্রাক শিল্পকর্ম, মূর্তি এবং প্রাচীন জিনিসপত্র আটক করা হয়। খবরে বলা হয়েছে- এগুলো রাশিয়ার যাদুঘরের সম্পত্তি।
ঘটনার পর সেদিনই মস্কো দাবি করে ফিনল্যান্ড যেন অবিলম্বে জব্দ করা সামগ্রী ফেরত দেয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জব্দ করার বিষয়টিকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপীয় ইউনিয়নের দেশটিতে শিল্পকর্মসহ বিলাসবহুল পণ্য বিক্রয়, সরবরাহ, স্থানান্তর বা রপ্তানি নিষিদ্ধ করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।