৫৫ বছর পর এল বন্ধুর খোঁজে ভাসানো চিঠি

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ০৯:১৮

বন্ধুর (বয়ফ্রেন্ড) খোঁজে চিঠি লিখেছিলেন ১৫ বছরের দুই ব্রিটিশ কিশোরী। তারপর সেই চিঠি বোতলে ভরে নদীতে ভাসিয়ে দেন তাঁরা। চিঠিতে লেখা ছিল, যারা এ চিঠি পাবে, তারা যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করে। সেই চিঠি পাওয়া গেছে। তবে মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ৫৫ বছর।


বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বোতলে পুরে দেওয়া চিঠিটি লেখা হয় ১৯৬৬ সালে। ২ এপ্রিল বোতলটি যুক্তরাজ্যের উত্তর লিংকনশায়ারের হামবার মোহনায় খুঁজে পান এক স্বেচ্ছাসেবক। আবর্জনা উত্তোলক স্বেচ্ছাসেবী সংগঠন স্কানথ্রোপ লিটার পিকার গ্রুপের সদস্য তিনি।


চিঠিতে লেখা আছে, ওই দুই কিশোরীর বয়স ১৫ বছর। নাম জেনিফার কোলম্যান ও জ্যানেট ব্ল্যাঙ্কলি। তারিখ ৯ আগস্ট ১৯৬৬। তাতে বলা হয়, চিঠি পাওয়ার পর ১৬ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম বয়সী অবিবাহিত ছেলে তাঁদের উদ্দেশে চিঠি লিখতে পারবে।


স্বেচ্ছাসেবক ওই সংগঠনের সদস্য ট্রেসি মার্শাল জানান, তিনি ফেসবুকের বদৌলতে কোলম্যানের খোঁজ পেয়েছেন। ভিডিও কলের মাধ্যমে তাঁকে সেই চিঠি দেখিয়েছেনও। বোতলটি ভালোভাবে সিলগালা করা থাকায় চিঠি প্রায় শুকনো অবস্থায়ই পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us