বাগেরহাটের চিতলমারী উপজেলায় মতুয়ামতে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেওয়ায় এক হিন্দু পরিবারকে ‘সমাজচ্যুত’ করা হয়েছে।
এতে পরিবারটি মানসিক সংকটে পড়েছে বলে অভিযোগ করেছে। তবে সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
চিতলমারীর ইউএনও সাইয়েদা ফয়জুন্নেসা জানান, হিজলা ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের কালিদাস মণ্ডল নামে এক ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানের পর এই সমস্যার উদ্ভব হয়।
তবে কালিদাস মণ্ডলের পরিবারকে সমাজচ্যুত করা হয়নি। ‘সমাজচ্যুত করা হয়েছে’ অনুষ্ঠানে যোগ দেওয়া একই গ্রামের শোভারঞ্জন গুহর পরিবারকে।