গজারিয়া নদীতে ট্রলারডুবি: মা ও মেয়ে নিহত, ৩ শিশু নিখোঁজ

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ১৫:২০

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ শিশু নিখোঁজ রয়েছে।


ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌপুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীর তীরে ভিড় করেছেন নিখোঁজদের স্বজনরা।


আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মাঝের চর ও খাজুরিয়ার মধ্যবর্তী নদীতে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, মাহিনুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন আক্তার (২৫)।


নৌপুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার এক ব্যক্তির জানাজায় অংশ নিতে স্বজনরা ট্রলারে করে মাঝের চর থেকে খাজুরিয়ায় যাচ্ছিলেন। ট্রলারটিতে আত্মীয়-স্বজনসহ ২৫ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় নদীর অদূরে থাকা কোস্টগার্ডের ট্রলার এবং জেলেরা বেশীরভাগ যাত্রীকে জীবিত এবং মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন। এ দুর্ঘটনায় এখনো ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us