সুগন্ধির ব্যবহার সভ্যতার আদি থেকেই আভিজাত্যের পরিচয় বহন করে এসেছে। পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ–সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেমন এর কদর রয়েছে, তেমনি দামেও আছে আকাশপাতাল ব্যবধান।
এ ব্যবধান তৈরি হয় মূলত সুগন্ধির জন্য ব্যবহৃত অ্যাসেনশিয়াল ওয়েলের কারণে।