টুইটারের একটি বড় অঙ্কের শেয়ার কেনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমটির বোর্ড সদস্য হলেন টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এ খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন টুইটারের অনেক কর্মী। টুইটারের অভ্যন্তরীণ কয়েকজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন।
টুইটারের চারজন কর্মী (রয়টার্স যাদের নাম প্রকাশ করেনি) বলেছেন, ক্ষতিকারক ব্যবহারকারী ও কনটেন্ট নিয়ে টুইটারের যে নীতিমালা রয়েছে, সেখানে মাস্ক প্রভাব বিস্তার করতে পারেন। এ জন্য মাস্কের ক্ষমতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। কর্মীরা বলেন, ‘মতামত প্রকাশবিষয়ক নীতিমালার ক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টায় টুইটার এখন যে পর্যায়ে এসেছে, সেখানে মাস্কের উদারপন্থী দৃষ্টিভঙ্গি টুইটারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। এতে টুইটারে ‘ট্রলিং’ বেড়ে যেতে পারে এবং ব্যবহারকারীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।’