ঈদ সামনে রেখে রাজধানীর গুলিস্তান এলাকায় সিটি করপোরেশনের মালিকানাধীন একাধিক মার্কেটে কথিত ‘তিন টেক্কা বাহিনী’ কোটি টাকা চাঁদা তোলার টার্গেট নিয়ে তৎপরতা চালাচ্ছে বলে গতকাল যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছে।
জানা যায়, এ বাহিনীর দাপটে ওই মার্কেটের ব্যবসায়ীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। আতঙ্কে কেউ কেউ মার্কেট ছাড়ছেন। ব্যবসায়ীদের জিম্মি করে এ ধরনের চাঁদাবাজির ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। আর এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। কেননা অধিকাংশ চাঁদাবাজির ঘটনা ঘটে মূলত ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও ক্যাডার বাহিনীর ছত্রছায়ায়। কাজেই চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগ ও আন্তরিকতা
ব্যতীত শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়, তা বলাই বাহুল্য।