ইমরানের সাজা ও সামরিক শাসক কেন আমেরিকার

জাগো নিউজ ২৪ স্বদেশ রায় প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২২, ১০:১০

ইমরান খান পাকিস্তানের গণতন্ত্রকে অস্থিতিশীল করেছেন। সে দেশের সংবিধানের আর্টিকেল ৫ অনুযায়ী, দেশের সকল নাগরিককে সংবিধান মানতে হবে। তিনি সেটা মানেননি।


তাদের সংবিধাননে স্পষ্ট করে বলা আছে, কেউ যদি সংবিধান না মানে, এবং সেই না মানার কাজে সহযোগিতা করে- তাহলে তাদের প্রত্যেকের কাজকে সে দেশের সংবিধানের আর্টিকেল ৬ এর (১) এবং (২ ) অনুযায়ী রাষ্ট্রের সঙ্গে বড় মাপের বিশ্বাসঘাতকতা ( High Treason) বলে চিহ্নিত হবে।


এই বড় মাপের বিশ্বাসঘাতকতা বা সংবিধানকে অমান্য করার কাজকে কোন কোর্ট, এমনকি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বৈধতা দিতে পারবে না। রাষ্ট্রের সঙ্গে বড় মাপের বিশ্বাসঘাতকতা ( highly treason) কেউ বা কয়েকজন মিলে করলে তাদেরকে পাকিস্তানের ÔThe high treason act 1973 Pakistan’ এই আইন অনুযায়ী বিচার হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us