বাংলাদেশের কাছে সুলভ মূল্যে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রয়োজনে এ জন্য ঋণ সহায়তার প্রস্তাবও দিয়েছে বিশ্ব সমরাস্ত্র বাজারের শীর্ষতম দেশটি। জবাবে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা হতে পারে বলে জানানো হয়েছে।
র্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ প্রতিরক্ষা ও নিরাপত্তা-সংক্রান্ত সহযোগিতার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সংশ্নিষ্ট একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো জানায়, বৈঠকে প্রশান্ত-ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বাড়ানোর উদ্যোগ 'ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি'তে (আইপিএস) অংশগ্রহণের জন্যও বিশেষ অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবেও বাংলাদেশ ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং আইপিএস যেন কোনো প্রতিপক্ষকে প্রতিহত করার জন্য ব্যবহূত না হয়, সে বিষয়ে ঢাকার আগের অবস্থান আবারও ব্যক্ত করেছে।