বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর আসে, এবারও ৭ এপ্রিল পালন করা হচ্ছে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’- এ প্রতিপাদ্য নিয়ে। মূলত পৃথিবীর স্বাস্থ্যের সাথে মানুষের স্বাস্থ্যের যে সংযোগ রয়েছে তাকে অধিক গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে এখানে।
আমরা গত কয়েক বছরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখতে পেয়েছি, এমনকি কোভিড-১৯ এর মতো রোগ যা মূলত পরিবেশ ও জলবায়ুর প্রভাবেই হয়েছে এবং আমরা যে আমাদের পৃথিবীর স্বাস্থ্যের অবহেলা করেছি তার প্রমাণ বহন করে। এছাড়া শুধুমাত্র কোভিডের মতো অতিমারি রোগ নয়, ক্যান্সার (বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রধান ক্যান্সারসমূহের প্রাদুর্ভাব দাঁড়িয়েছে - ব্রেস্ট ক্যান্সার ৮.৫০%, সার্ভিকাল ৫.৪০%, ফুসফুস ৮.২০% এবং ওরাল ৮.৯০%), শ্বাসতন্ত্রের রোগ (২.৯৫%, ২০১৬) এবং পানিবাহিত বিভিন্ন রোগ (প্রতি বছর প্রায় শত হাজার মৃত্যুর কারণ) বেড়েই চলেছে।