এমন অনেক পরিস্থিতি আসে যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। অনেকেই এ ব্যাপারে দক্ষ আবার অনেকে ঠিক এ সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। এতে করে পরবর্তীতে দেখা যায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তবে কিছু বিষয় আছে যা আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া: পরিস্থিতি কেমন তা বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের গুরুত্ব খুঁজে বের করতে হবে। কম গুরুত্বপূর্ণ হলে কম সময় ব্যয় করতে হবে আর জটিল বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। লক্ষ্য ঠিক রাখা: সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য মাথায় রাখতে হবে। আপনার লক্ষ্য যেদিকে সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।