'বোতলবন্দি' বিএনপির ১৯ নেতা

সমকাল প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২২, ১০:৫০

আটত্রিশ সদস্যের আহ্বায়ক কমিটি। এর মধ্যে ১৯ নেতাকে করা হয়েছে 'বোতলবন্দি'। তারা আছেন পদে, তবে রাখা হয়নি কাজে। দল পুনর্গঠন প্রক্রিয়ায়ও একঘরে তারা। এমন সিদ্ধান্ত এসেছে খোদ বিএনপির শীর্ষ নেতার অঙ্গুলি হেলনে। চট্টগ্রাম মহানগর বিএনপির ওই কমিটি যেন 'গিনিপিগ', সুদূর লন্ডনে বসে সেই কমিটি কাটাছেঁড়া করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দল পুনর্গঠনে চট্টগ্রামকে 'পাইলট প্রকল্প' হিসেবে দেখছেন তিনি; চালাচ্ছেন রকমারি পরীক্ষা-নিরীক্ষা।


সূত্র জানিয়েছে, দল পুনর্গঠন প্রক্রিয়া শুরুর আগেই চট্টগ্রাম মহানগর বিএনপির বিদ্যমান কমিটির সদস্যদের সম্পর্কে খোঁজ নেন দলের এই শীর্ষ নেতা। বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিরপেক্ষ উৎস থেকেও তুলে আনেন 'আমলনামা'। এরপর কাউকে 'যোগ' আর কাউকে 'বিয়োগ' করে দল সাজানোর প্রক্রিয়ায় রয়েছেন তারেক। দলে 'যোগ-বিয়োগের' খেলায় বিএনপির রাজনীতিতে এখন বেশ আলোড়ন। এতে কেউ খুশি, কেউ বেজার। দলের শীর্ষ নেতার 'ভয়ে' প্রতিক্রিয়া দেখানোর সাহসও খুইয়েছেন 'ঝরে পড়া' নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us