টানা দুই মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মটরশুঁটি আমদানি শুরু হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) বিকেলে মটরশুঁটিবোঝাই ভারতীয় একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যদিয়ে আমদানি শুরু হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যাশনালে প্রতিনিধি মাহবুব হোসেন বলেন, রমজান মাসে চাহিদা থাকায় ও দেশে মটরশুঁটি সরবরাহ না থাকায় ভারত থেকে এসব মটরশুঁটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে আমদানি করা এসব মটরশুঁটির ব্যাপক চাহিদা রয়েছে। দুই মাস বন্ধের পর আজ আমরা আমদানি শুরু করেছি। প্রতি কেজি মটরশুঁটি বন্দর থেকে পাইকারিতে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।