যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কিন্তু দেশটিই যেন রাবণের। শ্রীলঙ্কায় যে লঙ্কাকাণ্ড চলছে তা নজিরবিহীন। দশকের পর দশক গৃহযুদ্ধের ভয়াবহতাও দেখেছে লঙ্কাবাসী। তবে ভাত-কাপড়ের জন্য তাদের এতটা অনিশ্চয়তায় পড়তে হয়নি কখনও। কী ধনী, কী গরিব, সবার অবস্থাই ত্রাহি ত্রাহি।
২০১৯ সালে যে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল রাজাপাকশের সরকার, সেই জনতাই এখন বিদায় চায় এই সরকারের। সরকার বিরোধী বিক্ষোভে সামিল হয়েছেন কিশোর, তরুণ, বৃদ্ধ সবাই। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মতো ক্রিকেট তারকারাও আছেন এই দলে।
অবস্থা বেগতিক দেখে পুরো মন্ত্রিপরিষদ পদত্যাগ করেছেন। পদ ছেড়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। ক্ষমতাসীন দলের প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন ৪০ সংসদ সদস্য। কখনো উগ্রবাদী, কখনো সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে তোপ দাগতে চেয়েছে ক্ষমতাসীনরা। তবে, দলমত নির্বিশেষে জনতার অভূতপূর্ব আন্দোলনে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।