জেফ বেজোসকে সরিয়ে এবছর ফোর্বস শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ইলন মাস্ক।
এর আগে টানা গত চার বছর ধরে বিশ্বের সেরা ধনী ছিলেন ই-কর্মাস প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
ফোর্বসের হিসাব অনুযায়ী, ইলন মাস্ক মোট ২১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সম্পদের মালিক। বেজোসের মোট সম্পদের আর্থিক মূল্য ১৭ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।
ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় এক নম্বরে উঠে যাওয়ার খবর প্রকাশের পরপরই ইলন মাস্কের গাড়ি প্রস্তুকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম এক লাফে ৩৩ শতাংশ বেড়ে গেছে।
এদিকে, অ্যামাজনের শেয়ারের মূল্য ৩ শতাংশ কমে গেছে। বেজোস দাতব্য কাজে তার অনুদানও বাড়িয়েছেন বলে জানায় ফোর্বস।