আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেলেন। আজ বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই ব্যাখ্যা চেয়ে তাঁকে চিঠি দেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে শোকজ করা হয়েছিল।
চিঠির প্রসঙ্গে দলীয় সূত্র জানায়, চিঠিতে বলা হয়, ‘আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থেকেও দলীয় সিদ্ধান্তের বাইরে বিভিন্ন রকম সভা-সমাবেশ সংগঠন ও অংশগ্রহণ করছেন—যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যামূলক প্রতিবেদন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’