মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে একই কলেজের ৩৯ শিক্ষার্থী। নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে প্রতিবছর ৪০-৫০ জনের মতো শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পায়। এ বছর এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, প্রতিষ্ঠানটি থেকে ৩৯ শিক্ষার্থী বিভিন্ন মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন।
প্রতিবছর এই কলেজের সাফল্যের কারণে কিছু দিন আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কলেজটি ঘুরে গেছেন। কলেজটি থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু বিভিন্ন মেডিকেল কলেজে নয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও মেধাতালিকায় সুযোগ পাচ্ছে।