ব্যাটসম্যান ডানহাতি, বোলার বাঁহাতি পেসার। এমন বোলারদের ভেতরে ঢোকানো ইনসুইং ডেলিভারি খেলতে সমস্যা হয় ডানহাতি ব্যাটসম্যানদের।
বিশেষ করে ইনিংস শুরুর দিকে বিপদটা বেশি। বিরাট কোহলির ক্ষেত্রে এই সমস্যা ধরতে পেরেই বুঝি তাঁকে সমাধানের পথ বাতলে দিলেন ওয়াসিম আকরাম!
পাকিস্তানের এই কিংবদন্তি তর্কযোগ্যভাবে ইতিহাসে সর্বকালের সেরা বাঁহাতি পেসার। তা–ই বলে ব্যাটিংটাও কম বোঝেন না। টেস্টে তিনটি শতক আছে, এর মধ্যে একটি আবার দ্বিশতক।
খেলোয়াড়ি জীবনে তাঁর ইনসুইং ডেলিভারিতে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন। কাজেই সমস্যা ও সমাধান দুটোই জানা আছে ওয়াসিম আকরামের।