অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার সাধারণ জনগণ। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র অভাবটা কিছুতেই কাটছে না দ্বীপদেশটি। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে মানুষ।
শ্রীলঙ্কার সেই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটেও। বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয় বলে জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। মাঠ সংকটের কারণে আয়ারল্যান্ড সফরেও যাওয়া হচ্ছে না এইচপি টিমে।
সফর নিয়ে এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আমাদের দুটি বিদেশ সফর ছিল- একটি আয়ারল্যান্ড, আরেকটি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থা আপনারা সবাই জানেন। অর্থনৈতিক সংকটের কারণে তারা এই সফর আয়োজন করতে পারছে না। সেটা স্বীকার করেছে। আয়ারল্যান্ডের সমস্যা হল ওদের মাঠে সংখ্যা খুব কম। করোনার কারণে জাতীয় দলের যা কিছু করতে পারেনি সেগুলোই এখন করতে চাচ্ছে। তাই ওরাও আমাদের আতিথেয়তা দিতে অপারগতা প্রকাশ করেছে।’