পাহাড়ী ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি ও বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বোরো ফসলের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধির কারণে নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার কীর্তনখোলা বাঁধের ফাটল ধরেছে।
ফসল রক্ষায় ফাটল সারাতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ হাওর অঞ্চলের শত শত কৃষকরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষায় দিনরাত কাজ করছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খালিয়াজুড়ি উপজেলার কীর্তনখলার বাধের ফাটল ধরেছে। এছাড়া কয়েকটি ফসল রক্ষা বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।