আফগানিস্তানে আফিমসহ সব মাদক উৎপাদন নিষিদ্ধের তালেবান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। তালেবান সরকারের এমন সিদ্ধান্ত বিশ্বের কালো টাকার অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করে দেশটি।
গত রোববার বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে আফিমসহ সব মাদক উৎপাদন নিষিদ্ধ করেছে তালেবান।
তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক আদেশে বলা হয়েছে, সব আফগানকে জানানো যাচ্ছে যে, এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিষয়টিকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়্যেদ রাসুল মুসাভি বলেছেন, আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ হওয়ায় দেশটির অর্থনীতি, রাজনীতি ও সমাজে এর গভীর প্রভাব পড়বে। একইসঙ্গে প্রভাব পড়বে বিশ্বের কালো টাকার অর্থনীতির উপর।
ইরানের মাদক মোকাবিলা বিষয়ক কমান্ডের মহাপরিচালক ইস্কান্দার মোমেনি এক টিভি সাক্ষাৎকারে বলেন, আফগান সিদ্ধান্তকে ইরান স্বাগত জানাচ্ছে। দেশটির মানুষ যাতে মাদক চাষের পরিবর্তে অন্য কোনো খাত থেকে আয় করতে পারে সে ব্যবস্থা করতে ইরান অনেক আগে থেকেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছে।