টানা দুই সিনেমার শুটিং। একটি বাংলাদেশের ‘পর্দার আড়ালে’, অন্যটি কলকাতার ‘রকস্টার’। যেন হাঁপিয়ে উঠেছিলেন নুসরাত ফারিয়া। তাই তো ছুট দিয়েছিলেন দেশের বাইরে। ফারিয়া বলেন, ‘একনাগাড়ে দুই সিনেমার কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিশ্রামের দরকার ছিল। ভাবলাম, পছন্দের কোনো জায়গায় নিজের মতো করে কিছুদিন ছুটি কাটিয়ে আসি।’
ঘোরাঘুরির জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন তুরস্ককে। গত ১০ মার্চ সেখানে পৌঁছান তিনি, দেশে ফেরেন ২ এপ্রিল। বেশ লম্বা একটা সফর বলতে হবে। যদিও প্রথম ১০ দিন মাত্রাতিরিক্ত তুষারপাতের কারণে কোথাও বের হতে পারেননি। ঘরেই আটকে ছিলেন। এরপর ঘুরেছেন তুরস্কের কয়েকটি শহর।
ফারিয়া বলেন, ‘প্রথমবার তুরস্কে গেলাম এবার। সেখানকার মানুষ, প্রকৃতি—সবই খুব সুন্দর। আমি টার্কিশ ড্রামা ও সিনেমা দেখেছি। তাদের গল্প বলার ধরন ভালো লাগে আমার। সেখানকার অনেক তারকার ফ্যান আমি। বিশেষ করে তুরস্কের জনপ্রিয় অভিনেতা ক্যান ইয়েমেনকে আমার ভীষণ ভালো লাগে। অভিনেত্রী ডেমিতকেও খুব ভালো লাগে। সব মিলে তুরস্কের প্রতি আমার আগ্রহ বেশ আগে থেকেই।’