‘আমি ট্রিগার অনবরত চেপেছিলাম, কত রাউন্ড গুলি বের হয়েছে জানি না। গুলি শেষ হয়ে যাওয়ার পর পিস্তল হাতে নিয়েই শামীমের মোটরসাইকেলে উঠি। আমার পুরনো মামলাগুলো থেকে রেহাই পেতে এই ঝুঁকি নিয়েছিলাম। এ কাজের জন্য কোনও টাকা দাবি করিনি। তারাও আমাকে টাকা দিতে চায়নি। তবে আমার সব মামলা শেষ করতে যত টাকা খরচ করা প্রয়োজন সবই দিতে রাজি হয়েছিল তারা। টিপু সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা ছিল না’–মতিঝিলের আলোচিত আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় গ্রেফতার হওয়া মাসুম মোহাম্মদ ওরফে আকাশ এসব বক্তব্য দিয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে সে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
গত ২৭ মার্চ সকালে বগুড়া থেকে গ্রেফতারের পর সাত দিনের রিমান্ডে নিয়ে মাসুমকে জিজ্ঞাসাবাদ করেছিল মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।