ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়ণকান্দি গ্রামের ফসলি জমি নষ্ট করে দিনের পর দিন প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলন। উপজেলার চটকাবাড়িয়া গ্রামের বালু ব্যবসায়ী লাল অবৈধভাবে এই বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নারায়ণকান্দি গ্রামে ফসলি জমি নষ্ট করে প্রশাসনের অনুমতি ব্যতীত কয়েক দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এই বালু উত্তোলন বেশকিছু বন্ধ ছিল। তবে সুযোগ পেলেই এই বালু খেকোরা বালু উত্তোলন করতে থাকে। এই গ্রামের ফসলী জমি হুমকীর মুখে পতিত হয়ওার পাশাপাশি এলাকার রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাছাড়া এলাকার ছাত্রছাত্রীদের রাস্তায় যাতায়াত ঝুকিপূর্ণ হওয়া ছাড়াও এলাকায় বসবাসরত জনগন রাস্তার ধুলাবালীতে শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধি ও সব সময় চলাচলের নিরাপত্তাহীনতায় ভুগছে।