কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফল বিক্রির মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফল ক্রয়ের ভাউচার না থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে তিন ফল দোকানিসহ পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করায় নাগেশ্বরী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকার বগুড়া দইঘর ও হোটেলেকে চার হাজার টাকা, পণ্য বিক্রির মূল্যতালিকা প্রদর্শন না করায় কলেজ মোড়ের সাবলু পান স্টোরকে দুই হাজার টাকা, ফল বিক্রির মূল্যতালিকা প্রদর্শন না করায় একই এলাকার ডে নাইট ফল ভান্ডারকে দুই হাজার টাকা, শিউলি ফল ভান্ডারকে এক হাজার টাকা, ফল ক্রয়ের ভাউচার না থাকায় ভাই ভাই ফল ভান্ডারকে ১০ হাজার টাকাসহ পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নাগেশ্বরী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পবিত্র কুমার, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মমতা হক, নাগেশ্বরী থানা পুলিশ সহযোগিতা করে। ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।