উইঘুর গণহত্যার জন্য চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৫:৩১

উইঘুর মুসলিমদের গণহত্যা ও বর্বর নির্যাতনের জন্য চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। একইসঙ্গে চীনা পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় নেতারা।


মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘পূর্ব তুর্কিস্তানের ব্যারেন বিদ্রোহে শহীদদের স্মরণে’ আয়োজিত এক সেমিনারে সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও সমমনা ইসলামী দলের নেতারা এই দাবি জানান। ১৯৯০ সালের ৫ এপ্রিল চীন অধিকৃত এই অঞ্চলে উইঘুরদের নিধনে গণহত্যা ও বর্বরতা চালায় দেশটির সেনাবাহিনী।


সেমিনারে সভাপতির বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘চীন যেভাবে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন করছে কিন্তু এতে কারো কোনো মাথা ব্যাথা নেই। আজ সারা বিশ্বের মুসলিম শাসকরা বিশেষ করে যাদের আমরা মুসলমানদের সাহায্যকারী এবং অভিভাবক মনে করি সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোও চায়নার অর্থ ও সামরিক প্রভাবে উইঘুর মুসলিম নিধনের বিষয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।’


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us