৯০ ডোজের বেশি করোনা টিকা নিয়েছেন তিনি

প্রথম আলো প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৫:২২

করোনা প্রতিরোধে টিকা নেওয়া জরুরি। বিশ্বের সব দেশই জনগণকে করোনার টিকা নিতে উৎসাহ দিয়েছে, দিচ্ছে। কোনো দেশে তিন, আবার কোনো দেশে চার ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে জার্মানির এক ব্যক্তি ঘটিয়েছেন এক ব্যতিক্রমী কাণ্ড। তিনি করোনার টিকার তিন কিংবা চার নয়, পাক্কা ৯০টির বেশি ডোজ নিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি। এ কাণ্ডের জন্য পুলিশ আটক করেছে তাঁকে।


এ ঘটনা নিয়ে গত রোববার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই। তবে এতে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি জার্মানির স্যাক্সোনি অঞ্চলের মাগডেবুর্গ শহরের বাসিন্দা। পুলিশের হাতে আটক হওয়ার আগে গত কয়েক মাসে ওই অঞ্চলের বিভিন্ন টিকাকেন্দ্র থেকে তিনি করোনার ৯০টির বেশি ডোজ টিকা নিয়েছেন। স্যাক্সোনির একটি কেন্দ্রে পরপর দুদিন টিকা নিতে যাওয়ায় ধরা পড়ে যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us