কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৩:৪৯

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের বাইরের চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকার বোরো ধানের জমি তলিয়ে গেছে; এসব আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা।


রোববার ও সোমবার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সন্ধ্যার পর থেকে পানি নামতে শুরু করবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম মঙ্গলবার বলেন, “আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইটনা উপজেলার ধনু, বৌলাই ও কালনী নদীর পানি বেড়েছে। এর ফলে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকায় লাগানো আধাপাকা বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। তবে এখনও মূল হাওরে পানি প্রবেশ করেনি।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us