এ সপ্তাহেই আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১২:১১

ওয়্যারলেস ইয়ারফোনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এজন্য বিভিন্ন সংস্থা বাজারে আনছে তাদের নিজস্ব ওয়্যারলেস ইয়ারফোন। জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি অনেকদিন আগেই তাদের নতুন ইয়ারবাড রিয়েলমি বাডস এয়ার ৩ আনার ঘোষণা দিয়েছিল। জানা গেছে, এ সপ্তাহেই আসছে সেই কাঙ্ক্ষিত ইয়ারবাডটি।


আনুষ্ঠানিকভাবে ইয়ারবাডটি লঞ্চ হতে চলেছে ভারতে। তার আগেই ইয়ারবাডসের স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে। এই ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডসে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করেছে রিয়েলমি সংস্থা।


রিয়েলমি বাডস ২- এই ইয়ারবাডসের তুলনায় ৫ ঘণ্টা বেশি ব্যাটারি লাইফ পাওয়া যাবে নতুন ইয়ারবাডসে। তবে এই সুবিধা পাওয়া যাবে চার্জিং কেসসহ। এছাড়াও রিয়েলমি সংস্থার আসন্ন ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি ফিচার রয়েছে। ৪২ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কার্যকর। রিয়েলমি বাডস এয়ার- এর আগের মডেল বা লাস্ট জেনারেশন মডেলে ২৫ ডেসিবেল পর্যন্ত এএনসি ফিচার ছিল। এবার রিয়েলমি বাডস এয়ার ৩- এ এই ফিচারের উন্নতি হয়েছে।


এই ইয়ারবাডসে ১০ এমএম ডায়নামিক বাস বুস্ট ড্রাইভারস থাকবে। তার সঙ্গে থাকবে দুটি মাইক্রো ও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার। এছাড়াও ৪২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার থাকবে এই ফোনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us