ঘনঘন লোডশেডিং, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও-ভাঙচুর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ২০:৫৩

টাঙ্গাইলের মধুপুরে ঘনঘন লোডশেডিং হওয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও এবং ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা। সোমবার (৪ এপ্রিল) দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মধুপুর জোনাল অফিসে এ ঘটনা ঘটে। এসময় নিজেদের রক্ষায় পালিয়ে যান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুর জোনাল অফিসের অধীন গ্রাহকদের ২২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন।


তবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরে ইউনাইটেড পাওয়ার সাপ্লাই কোম্পানি থেকে পাওয়া যায় মাত্র সাত থেকে আট মেগাওয়াট। এতে চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না মধুপুর পল্লী বিদ্যুৎ অফিস। ফলে আজ মধুপুর শহর ফিডারে ভোর থেকে ১০ ঘণ্টা বন্ধ ছিল।


বিদ্যুৎ না থাকায় মধুপুর কলেজের পরীক্ষা কেন্দ্রে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এতে ক্ষুব্ধ হয়ে তারা মধুপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে ভাঙচুর চালান। ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, রমজান শুরু হতে না হতেই ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। পরীক্ষার হলে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us