নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে আহমেদ অনন্ত শাহকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় অনন্তকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাত পৌনে ১২টার দিকে পুলিশ অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে।