শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক দুর্দশা থেকে প্রথমেই যে শিক্ষাটি নিতে হবে তা হলো, কোনো সংকটই একদিনে সৃষ্টি হয় না। যেকোনো সংকট আসার অনেক আগেই তার লক্ষণ ফুটে উঠে। লক্ষণ দেখা দেওয়া মাত্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে যে কোন ধরনের বিপর্যয় সামাল দেওয়া সম্ভব।
প্রয়োজন এবং সামর্থ্যের বেশি সরকারি ব্যয় শ্রীলঙ্কার দীর্ঘদিন ধরে চলমান একটা সমস্যা। বাড়তি ব্যয়ের ফলে সৃষ্ট ঋণের চাপ সামাল দিতে গিয়ে দেশটিতে দেউলিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি এখনও তেমন পর্যায়ে যায়নি। তবে বাংলাদেশেও বেশ কিছু অপ্রয়োজনীয় বড় প্রকল্প রয়েছে, সেইসাথে সরকারি ব্যয়ও দ্রুত বাড়ছে।
শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে আমাদের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাঁটে দ্রুত মনোযোগী হতে হবে। সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বাড়াতে হবে। এখনই সাবধান না হলে আমাদেরও একই অবস্থা হতে পারে।