ইমরান খান সংবিধানকে পদদলিত করেছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজের ঘটনায় ইমরান খান এবং তার সহযোগীদের ষড়যন্ত্রকারী হিসেবেও অভিহিত করেছেন তিনি। খবর- দ্য ডনের।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে নওয়াজ শরিফ টুইটে বলেছেন, ইমরান খান দেশ ও জাতির চেয়ে তার ইগোকে বেশি গুরুত্ব দেন। পাকিস্তানের অমর্যাদা ও সংবিধানের পবিত্রতা নষ্ট করার বিষয়ে তাকে জবাবদিহি করা হবে বলে অঙ্গীকার করেছেন নওয়াজ।
দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন। পাকিস্তানের সর্বোচ্চ আদালত তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছিল। আদালতের রায়ে তাকে দলীয় প্রধানের পদও ছাড়তে হয়। এখন তার ভাই শাহবাজ শরিফ পিএমএল-এনের প্রেসিডেন্ট, গতকাল ভেঙে দেওয়া দেশটির জাতীয় পরিষদের বিরোধী নেতা ছিলেন।
গতকাল রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের ভাগ্যনির্ধারণী অধিবেশন শুরু হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে খারিজ করে দেন। সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে এই অনাস্থা প্রস্তাব সাংঘর্ষিক বলে সংসদে উল্লেখ করেন তিনি। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর ইমরান লিখিতভাবে প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব জানান। প্রেসিডেন্ট সেই প্রস্তাব অনুমোদন করে পার্লামেন্ট ভেঙে দেন।
দেশটিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন ইমরান খান। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।