১০ বছর পর ফিরছে জনপ্রিয় গেমসটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১২:২০

সারাবিশ্বে জনপ্রিয় গেমসগুলোর মধ্যে অন্যতম একটি অ্যাংরি বার্ডস। ২০১০ ও তার পরবর্তী কয়েক বছর অত্যন্ত জনপ্রিয় হয়েছিল অ্যাংরি বার্ডস গেমটি। তবে আবার এর রোভিও ক্লাসিক্স অর্থাৎ অরিজিনাল অ্যাংরি বার্ডস ফিরছে। কয়েক দিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য আসতে চলেছে গেমসটি।


গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে গেমসটি পাওয়া যাবে বিনামূল্যে। এটি একটি টুডি ক্লাসিক গেম, যেখানে প্লেয়াররা প্রচুর পরিমাণে অ্যাংরি বার্ডস ব্যবহার করে সেগুলোকে একটু জটিল স্ট্রাকচারে স্যুইং করে নিতে হয়। সম্পূর্ণ বিনামূল্যেই এবার গেমটি খেলতে পারবেন প্লেয়াররা। কোনো ইন-অ্যাপ পারচেজের বিষয়ও থাকছে না।


নতুন গেমটি ইউনিটি ইঞ্জিনের উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে। অরিজিনাল অ্যাংরি বার্ডসের সঙ্গে তার অনেকাংশেই মিল থাকছে, যা টেস্টিংয়ের কারণে ২০১৯ সালে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়ছিল।


অরিজিনাল অ্যাংরি বার্ডসে ছিল একাধিক স্পিন অফ গেমসও। আর সেই সব গেমের নিজস্ব থিম ও গেমপ্লে স্টাইলও ছিল যেমন, অ্যাংরি বার্ডস স্পেস, যেখানে প্লেয়ারদের সম্পূর্ণ ভাবে অরবিট পুলের উপরে নির্ভর করতে হত ওয়েল এবং গ্র্যাভিটির পরিবর্তে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us