ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদ্যাপনে সব ধরনের আনুষ্ঠানিকতা বিকেল পাঁচটার মধ্যে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া এবারও মঙ্গল শোভাযাত্রায় সীমিত জনসমাগম দেখতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় এ সভা। উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা এতে অংশ নেন।