ইউএনওর বদলি বাতিলের দাবিতে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ১৯:০২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতুর বদলির আদেশ বাতিল করে স্বপদে বহল করার দাবিতে মানববন্ধন করেছে উপজেলায় বসবাসকারী তৃতীয় লিঙ্গের সদস্যরা। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এ সময় তৃতীয় লিঙ্গের সদস্যদের নেতা জরিনা বলেন, উপজেলার উন্নয়নে আহসান হাবিব জিতুর নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বলেন, তিনি জনবান্ধব ও আন্তরিক। করোনাকালীন তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, তিনি সবসময় আমাদের খোঁজ খবর রাখেন। প্রশাসনিক কাজে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।


তার যোগদানের পর থেকে একের পর এক জনবান্ধন উদ্যোগে বদলে গেছে উপজেলার দৃশ্যপট। অবিলম্বে ইউএনও’র বদলির আদেশ বাতিল করে পুনরায় স্বপদে বহাল রাখার দাবি জানান তিনি। ইউএনও আহসান হাবিব জিতু'র বদলি হলে লোহাগাড়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করেন, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি। তিনি বলেন, একজন দক্ষ ও কর্মঠ এবং সৃজনশীল চিন্তার অধিকারী আহসান হাবীব জিতু। তিনি প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিজ উদ্যোগে অনেক জনবান্ধন কাজ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us