চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘাগ্রাম থেকে নিখোঁজের ১০ দিন পর এক শিশুর (৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উদ্ধার করা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ শৌচাগারে ট্যাংকে ফেলে দেওয়ার অভিযোগ আনা হয়। অভিযোগে ওই শিশুর চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহাদাত শিশু আসমাকে (৬) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।