সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার সকালের দিকে রাজধানীতে যানজট কিছুটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন সড়কে তুলনামূলক বেশি যানজট দেখা যায়। বিকেলের দিকে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা যাত্রীদের।
সকালে পশ্চিম শেওড়াপাড়া থেকে কর্মস্থল মহাখালীতে যান বাসনা মাধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকালে সড়কে যানজট কম ছিল। তাই সহজে গন্তব্যে পৌঁছে যাই। পথে জাহাঙ্গীর গেটের কাছে কিছুটা সময় বসে থাকতে হয়েছে। তবে অন্য সব দিন সকালেও গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লেগে যায়।’