পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আজ রোববার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট । যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের পৃথক এক প্রতিবেদন অনুসারে, রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার’ পরামর্শ দেন। পাকিস্তানের সংবিধানের ৫৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিতে পারেন।