হৃত্বিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। ভক্ত-সমালোচকদের মতে, সবদিক থেকেই তিনি পারফেক্ট। তার উচ্চতা, দৈহিক সৌন্দর্য, অভিনয়, নাচ। বলিউডে যে কজন অভিনেতা বেছে বেছে বছরে একটি বা দুটি ছবিতে কাজ করেন, হৃত্বিক তাদের অন্যতম। অর্থাৎ, ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে একগাদা ছবিতে কখনোই তাকে দেখা যায়নি।
হৃত্বিকের ক্যারিয়ারের অধিকাংশ ছবিই হিট। এর কারণ, প্রতি বছর আসা প্রচুর ছবির প্রস্তাব থেকে তিনি ভেবেচিন্তে গুটিকয়েক ছবিতে হাত দেন। তাই বলে হৃত্বিক যে কখনো ভুল সিদ্ধান্ত নেননি, তা কিন্তু নয। একাধিক বার তিনি এমন এমন ছবির কাজ ছেড়েছেন, যেগুলো লুফে নিয়ে পরবর্তীতে বাজিমাত করেছেন শাহরুখ খান, আমির খানরা।
২০০১ সালে বক্স অফিসের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছিল আশুতোষ গোয়া়রিকরের ‘লগান’। সে ছবির পটভূমিকা ছিল, পরাধীন ভারতের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি। কর মওকুফ করানোর জন্য যারা ব্রিটিশদের বিরুদ্ধে টানটান ক্রিকেট ম্যাচে জয়ী হয়েছিলেন। ‘লগান’-এর গল্পে ছিল ভুবন-গৌরীর রোমান্সের ফোড়নও।