আগুন আতঙ্কে মুন্সীগ‌ঞ্জে নোঙর করল লঞ্চ ‘প্রিন্স আওলাদ’

এনটিভি প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০৯:২০

ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে আগুন আতঙ্কে মুন্সীগঞ্জে নোঙর করল বিলাসবহুল লঞ্চ এমভি প্রিন্স আওলাদ-১০। 


গতকাল শনিবার রাতে লঞ্চটির ইঞ্জিনরুম থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে মুন্সীগঞ্জে নোঙর করে লঞ্চটি। যদিও লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে তুচ্ছ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।


এমভি প্রিন্স আওলাদ লঞ্চের করণিক সাজ্জাদ হোসেন বলেন, ‘লঞ্চের সাইলেন্সার পাইপে নতুন অ্যাডজাস্টার লাগানো হয়েছে। অ্যাডজাস্টার লাগাতে হ্যালাইট (ইভাপোরাইট ক্রমের খনিজ) দরকার হয়। ইঞ্জিন চালু হওয়ায় সে হ্যালাইট গরম হয়ে পোড়া গন্ধ বেড়িয়েছে। এ কারণে যাত্রীদের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনো ধোঁয়া বের হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us