আগের ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরি। এবারও হাফসেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু দারুণ ছন্দে থাকা লিটন চল্লিশের ঘরে গিয়ে খেই হারালেন।
লিজাড উইলিয়ামসের গতিতে ইনসাইডেজ হয়ে স্ট্যাম্প খোয়ালেন ব্যক্তিগত ৪১ রানে। ৯২ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯৪ রান। মাহমুদুল হাসান জয় ৮৮ এবং ইয়াসির আলি রাব্বি ৩ রানে অপরাহিদ আছেন।