৫০ বছর পর ফিরল ‘অ্যান্টিক’ বইটি

প্রথম আলো প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ০৯:০৪

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গ্রন্থাগারে একটি বই প্রায় ৫০ বছর পর ফেরত এসেছে। ১৮৭৫ সালের সংস্করণের ওই বই কোনো এক পাঠক ১৯৭৪ সালের গ্রীষ্মে সেখান থেকে পড়ার জন্য নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বইটি ফেরত না দেওয়ায় প্রতিদিন ১৩ সেন্ট (১০০ সেন্ট‍=১ ডলার) হিসাবে তাঁর জরিমানা হয় ১ হাজার ৬৪৮ মার্কিন ডলার।


গত বুধবার ইউসিএল তাদের ওয়েবসাইটে বইটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সঙ্গে বইটির একটি ছবিও দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, বইটি চলতি বছর কুরিয়ারে গ্রন্থাগারিক সুজানা ট্রেইয়ের টেবিলে এসে পৌঁছেছে। সঙ্গে বইটির গ্রহীতা একটি চিরকুটও পাঠিয়েছেন। তবে সেখানে তিনি নিজের নাম-পরিচয় উল্লেখ করেননি।


ইউসিএল বলছে, বইটি রোমান কমেডি নাটক কোয়েরোলাস-এর ১৮৭৫ সালের একটি সংস্করণ। খ্রিষ্টীয় পাঁচ শতকে লাতিন ভাষায় লেখা অজ্ঞাতনামা লেখকের বইটি একটি পূর্ণাঙ্গ নাটকের; যা প্লাউটাস, টেরেন্স ও সেনেকার নাটক ছাড়া একমাত্র সম্পূর্ণ রোমান নাটক। একজন জাদুকরের তার এক দরিদ্র উত্তরাধিকারীর সঙ্গে প্রতারণার চেষ্টা এর মূল উপজীব্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us