পাকিস্তানে গণতন্ত্রের পুতুল নাচ ও ইমরানের বিদায়ঘণ্টা

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ১৯:২৫

যেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন, সেদিনই রুশ সেনাবাহিনী ইউক্রেনে অভিযান চালায়। ঘটনাটি কাকতাল হলেও ইমরান খানকে তাড়িয়ে বেড়াচ্ছে। পাকিস্তানের মিত্র যুক্তরাষ্ট্র ওই ঘটনায় ক্ষুব্ধ। পাকিস্তানের বিরোধী রাজনীতিকদের দাবি, ইমরানের ভুল নীতি পাকিস্তানকে বন্ধুহীন করেছে। পাকিস্তানের ক্ষমতার পালাবদলে বরাবর সেনাবাহিনীর পাশাপাশি পৃথিবীর এক নম্বর পরাশক্তিটির নেপথ্যের ভূমিকাও কূটনৈতিক মহলে বেশ আলোচিত।


ইমরান খান গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, বিদেশি শক্তি তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়েছে। ইমরান বিদেশি শক্তিটির নাম উল্লেখ না করলেও আভাসে-ইঙ্গিতে যুক্তরাষ্ট্রের কথাই বলেছেন। পাকিস্তানের কূটনৈতিক মহলেও জোর জল্পনা যে ইউক্রেনে রাশিয়ার হামলা চলাকালে ইমরানের ক্রেমলিন দর্শন ওয়াশিংটন ভালোভাবে নেয়নি। কূটনৈতিক চ্যানেলে তারা এর প্রতিক্রিয়াও জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us