ভারতের পশ্চিমবঙ্গে চলতি বছরের এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। এরইমধ্যে পরীক্ষা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে দেশটির উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সেজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ড নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, এবারের পরীক্ষার উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী যদি কোনো অশোভন বাক্য লেখে, ছবি আঁকে, তবে তাদের খাতা বাতিল করা হবে। বিশেষ করে উত্তরপত্রে কোনো পরীক্ষার্থী ‘খেলা হবে’ স্লোগানটি লিখলে ঐ পরীক্ষার্থীর খাতা বাতিল করা হবে।