অপরাধ কমবেশি সব সমাজেই রয়েছে। আমাদের সমাজেও এর প্রবণতা কখনোই শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়নি। মাঝেমধ্যে অপরাধের বিস্তার এবং ভয়ংকর প্রতিক্রিয়া দেখে সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত হতে দেখা যায়।
রাষ্ট্রে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বহু ধরনের প্রতিষ্ঠান এখন অপরাধ নিয়ন্ত্রণে রাতদিন কাজ করে যাচ্ছে। দেশে অপরাধ নিয়ন্ত্রণবিজ্ঞান নামক একটি বিভাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু আছে। এই বিভাগগুলো থেকে অপরাধ সংঘটন, বিস্তার এবং কমানোর উপায় নিয়ে নানা ধরনের সেমিনার, গবেষণা ও লেখালেখি হচ্ছে।
পুলিশ এবং একাডেমিক পর্যায় থেকে দেশে অপরাধপ্রবণতা হ্রাসে নানাভাবে কাজ করা হচ্ছে। নানা অপরাধ সংঘটনের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং অপরাধী ধরাও পড়ছে, আদালতে ব্যাপকসংখ্যক মামলার বিচার চলছে, অনেকেই সাজা পেয়ে কারাভোগও করছে। অনেক বড় বড় অপরাধী দেশের ভেতরে ‘আন্ডারওয়ার্ল্ড’ নিয়ন্ত্রণ করছে। আবার অনেকে দেশের বাইরে বসবাস করছে। সেখান থেকে দেশের অভ্যন্তরে অনুসারীদের দিয়ে নতুন নতুন অপরাধ করে চলছে।